ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আবু সাইদ হত্যায় আটক দুই পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:০২ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান দুই আসামি এএসআই আমীর আলী ও কনস্টবল সুজন চন্দ্র রায়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

মঙ্গলবার সকালে রংপুর মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক আসাদুজ্জামান ৪ দিনের রিমান্ড মজ্ঞুর করে সুপ্রীম কোর্টের নির্দেশনা প্রতিপালন করার আদেশ দিয়েছেন। 

এর আগে সকাল ৯টায় পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় দুই আসামিকে। 
মামলার বাদী আবু সাইদের বড় ভাই রমজান আলীর আইনজীবী আদালতে বলেন, আসামিরা নিরস্ত্র শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করেছে। এই হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারীসহ সবার নাম ঠিকানা জানতে তাদের রিমান্ডে দেবার আবেদন জানান। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশ সুপার রংপুরের জাকির হোসেন আসামি দুইজনের ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৪ দিনের আবেদন মঞ্জুর করেন। 

এর আগে আবু সাইদ হত্যার ঘটনায় তার বড়ভাই রমজান আলী বাদী হয়ে গত ১৮ আগষ্ট রংপুরে অতিরিক্ত চীফ মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট রাজু আহাম্মেদের আদালতে এএস আই আমীর আলীকে এক নম্বর এবং কন্সটবল সুজন চন্দ্র রায়কে ২ নম্বর আসামী করে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে সাইদকে সরাসরি গুলি করে হত্যা করা হয়। এ সময় সাইদ পুলিশকে উদ্দেশ্যে করে বলেন গুলি করলে কর। এ কথা বলে তার দুইহাত প্রসারিত করে একাই দাঁড়িয়ে ছিলেন। এ সময় পুলিশের সহকারী কমিশনার আরিফুজ্জামান ও আল ইমরান সাইদকে গুলি করার নির্দেশ দেন। 

এরপরেই পুলিশের এস আই আমীর আলী ও কন্সটবল সুজন চন্দ্র রায় সাইদকে লক্ষ্য করে গুলি বর্ষন করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাইদকে উদ্ধার করে প্রথমে রিকশায় পরে অটোতে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএইচ