ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সব ধরনের রাজনীতি নিষিদ্ধে ঢাবিতে বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার

ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীসহ সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশ করেন।

সেখানে শিক্ষার্থীরা বলেন, "ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল, তবে এখন অনেকেই এ বিষয়ে কথা বলতে চান না। যেখানে দলীয় রাজনীতি নিষিদ্ধ এবং দখল ও চাটুকারিতার রাজনীতি বন্ধ, সেখানে এ নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের পক্ষপাতমূলক রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি, দ্রুত ছাত্র সংসদ গঠন করাও জরুরি।"

তারা আরও বলেন, "রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদী স্বার্থ পূরণের জন্য সাধারণ শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়। নোংরা দলীয় রাজনীতির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আমরা ক্যাম্পাসে বিরাজনীতিকরণের পক্ষে নই; বরং গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের পক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি।"

আগামী ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা জানিয়েছেন, রাজনৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।

এসবি/