আবার ন্যাটোকে পুতিনের হুমকি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার
রাশিয়ার গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার ছাড়পত্র দিলে ন্যাটো সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়বে বলে রাশিয়ার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন৷ শুক্রবার মার্কিন ও ব্রিটিশ শীর্ষ নেতারা সেই সিদ্ধান্ত নিতে পারেন৷
২০২২ সালে ইউক্রেনের উপর হামলা শুরুর পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে একাধিক হুমকি দিয়েছেন৷ ইউক্রেনের জন্য কোনো বিশেষ অস্ত্র বা সামরিক সহায়তার সম্ভাবনা দেখা দিলেই তিনি সরাসরি ন্যাটোর সঙ্গে রাশিয়ার সামরিক সংঘাত সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷ তাতে কিছুটা কাজও হয়েছে৷ কিছু পশ্চিমা নেতা দ্বিধা-দ্বন্দ্ব দেখিয়ে সহায়তায় বিলম্ব করেছেন অথবা অস্ত্র সরবরাহ করেও সেটির প্রয়োগের উপর কিছু শর্ত বসিয়েছেন৷ এবার ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডের গভীরে ক্ষেপণাস্ত্র হামলার ছাড়পত্র চাইতে রুশ প্রেসিডেন্ট আবার তার ‘লাল সীমা' নিয়ে তর্জনগর্জন করছেন৷
পুতিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গ শহরে বলেন, ন্যাটো দেশগুলি ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলার সবুজ সংকেত দিলে রাশিয়া সেই পদক্ষেপকে ন্যাটোর যুদ্ধে প্রবেশ হিসেবে গণ্য করবেন৷ তার বক্তব্য, সে ক্ষেত্রে হুমকি অনুযায়ী রাশিয়া উপযুক্ত সিদ্ধান্ত নেবে৷
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ওয়াশিংটনে তাদের আলোচনায় ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন৷ একাধিক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী এই দুই দেশ ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োগের ক্ষেত্রে আরো স্বাধীনতা দিতে চলেছে৷ তবে বাইডেন ও স্টারমার সম্ভবত সরাসরি এমন ঘোষণা করবেননা বলে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা এপি-কে জানিয়েছেন৷
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি চাইছেন, রাশিয়ার যে সব সামরিক ঘাঁটি থেকে ইউক্রেনের উপর আকাশপথে হামলা চালানো হচ্ছে, তার দেশ সেগুলির উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ‘ন্যায্য' অধিকার প্রয়োগ করার ছাড়পত্র পাক৷ আসন্ন শীতকালের আগে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর আবার হামলা শুরে করে দেওয়ায় জেলেনস্কি দ্রুত পালটা হামলা চালাতে চাইছেন৷ সেইসঙ্গে তিনি রাশিয়ায় হামলা চালাতে অ্যামেরিকার উদ্দেশ্যে অ্যাটাকাম্স নামের দূর পাল্লার আরো অস্ত্র পাঠানোর অনুরোধ করছেন৷ তবে ৩০০ কিলোমিটারেরও বেশি দূর থেকে রাশিয়া তার গ্লাইড বোমা নিক্ষেপ করে যে হামলা চালাচ্ছে, সেই মার্কিন মিসাইল সেই ঘাঁটির নাগাল পাবে না বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন৷
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত সপ্তাহে বলেন, ইউক্রেনকে দূর পাল্লার অস্ত্র প্রণালী দিলেই যুদ্ধক্ষেত্রে কোনো বড় সাফল্য আশা করা যাবে না৷ তিনি মনে করিয়ে দেন, ইউক্রেন ইতোমধ্যেই নিজস্ব অস্ত্র ও ড্রোন প্রয়োগ করে রাশিয়ায় হামলা চালাতে পারছে৷
সূত্র: ডয়েচে ভেলে
এসবি/