ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

আজ স্ত্রীকে প্রশংসা করার দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৪ রবিবার

সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটি বাংলার মানুষ ভালোভাবেই জানেন। তবে এতটুকু প্রশংসা হয়তো সবসময় বলা যায় না। উপলক্ষ ছাড়া গিন্নিকে বলতে গেলে হয়তো আপনার কাছে অনেক প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আজকের দিনটিকে উপলক্ষ বানিয়ে ফেলতে পারেন। কারণ আজ স্ত্রীকে প্রশংসা করার দিন।

প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে স্ত্রীকে প্রশংসা দিবস উদযাপিত হয়। ২০০৬ সালে দেশটিতে প্রথম এই দিবস উদযাপিত হয়। তারপর থেকে অনেক দেশে দিনটি পালিত হয়ে আসছে। তবে এ দিবস সম্পর্কে বেশি তথ্য এখনও জানা যায়নি। তবে স্ত্রীদের সহযোগিতার সম্মানার্থেই যে দিনটি পালন করা হয় তা স্পষ্ট। দাম্পত্যজীবন যতদিনেরই হোক, স্ত্রীকে প্রশংসা করা উচিত। তাহলেই আসলে আপনার স্ত্রী বুঝতে পারবেন তিনি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। অনেকের জন্য কাজটি বেশ কঠিন মনে হতে পারে। কিন্তু কিভাবে উপলক্ষ গড়বেন? চলুন জেনে নেওয়া যাক:  

স্ত্রীকে উপহার দিন
দিবসটি উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো, আপনার স্ত্রীর হাতে সুন্দর একটি ফুলের তোড়া তুলে দিতে পারেন। হয়তো ঘরের কোনো একটা জিনিস আনার কথা। তা আপনাকে রোজ বলতে হয়। আপনি নিজেই এই দিন ফোন দিয়ে জিজ্ঞেস করে নিন। তাদের কাছে ছুতো হিসেবেই চান। 

ঘুরতে যান
চাইলে তাকে কোনো রেস্টুরেন্টে নিয়ে খেতে পারেন। কিংবা তাকে কোনো নতুন নকশার গয়না উপহার দিতে পারেন। এসবই করুন খেতে যাওয়ার বাহানায়। অনেকেই আসলে রেস্টুরেন্টে যান। সেখানে খেয়েই চলে আসেন। কিন্তু শহরে সীমিত ঘোরার জায়গাতেও কিন্তু বিশেষ মুহূর্ত গড়ে নিন। 

সাহায্য করুন
আপনার হাত খোলা থাকলে স্ত্রীকে কাজে সহযোগিতা করুন। আর এই ফাঁকে বোঝান, এসব কাজ তো অনেক কঠিন। তাহলে সেও বুঝবে আপনি তাকে অপ্রত্যক্ষভাবে প্রশংসা করতে চাচ্ছেন।

কেআই//