ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

সন্দ্বীপ-মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৪ রবিবার | আপডেট: ০৮:১২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৪ রবিবার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আসছে নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের সন্দ্বীপ ও কক্সবাজারের মহেশখালীতে রবিবার বিশেষ অভিযান চলিয়ে পৃথক দুটি অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ তিনজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। পরবর্তীতে আটক সন্ত্রাসী ও জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সাখাওয়াত হোসেন ওরফে আদরকে আটক করা হয়। আটক সন্ত্রাসী আদরের তথ্যের ভিত্তিতে আরেক সন্ত্রাসী আলাউদ্দিনকে আটক করা হয়।

এসময় তাদের বাসা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চা-পাতি, রামদাসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। সন্ত্রাসী আদরের নামে থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে গতকাল শনিবার দিবাগত রাতে মহেশখালী থানাধীন কালারমারছরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে রমিজ উদ্দিন নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও পরিবহণ চাঁদাবাজকে একটি শর্টগান ও দেশীয় অস্ত্রসহ আটক করে নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী।

এসময় তার ঘর তল্লাশি করে শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়৷ আগে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা এবং অস্ত্র মামলা রয়েছে বলে জানা যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

কেআই//