ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

উসকানির অভিযোগ, রিমান্ডে চাঞ্জল্যকর তথ্য ২ পুলিশ সদস্যের 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার | আপডেট: ১১:০৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে করা মামলায় গ্রেফতার দুই পুলিশ কনেস্টবল শোয়াইবুর রহমান ও সজিব সরকার রিমান্ডে চাঞ্জল্যকর তথ্য দিয়েছেন। তারা বলেছেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমারসহ বেশ কয়েকজন শীর্ষ দলবাজ পুলিশ কর্মকর্তার নির্দেশে তারা সবকিছু করেছেন। 

এর আগে সোমবার তদন্তকারী কর্মকর্তা শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খায়রুল ইসলাম তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একইদিন সকালে শোয়াইবুর রহমান ও সজিব সরকারের নামে মামলা করেন শাহজাহানপুর থানার এসআই অমিত হাসান মাহমুদ।

মামলার এজহারে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে পারস্পরিক যোগসাজশে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ জনসাধারণকে সেবাদান বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়।

কেআই//