ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে অসদাচারণের দায়ে ৩ কাস্টম কর্মকর্তা বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার | আপডেট: ০৬:৪৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম জোনে যাত্রীদের সঙ্গে অসদাচরণের ঘটনায় ঢাকা কাস্টম হাউসের ৩ সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (ডিসি) সানজিদা শারমিন নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, দুবাইফেরত এক যাত্রীর ব্যাগ চেকিংয়ের নামে অযথা হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা দায়িত্ব পালনকালে ব্যাগ খুলে চকোলেট, সাবান, শ্যাম্পু ও দুধসহ বিভিন্ন পণ্য হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও যাত্রীদের সঙ্গে অসদাচরণেরও অভিযোগ উঠেছে।  

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার সানজিদা শারমিন বলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা আল আমিন, আজিজুল হক ও শিমুল চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কেআই//