ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

১০ কেজি স্বর্ণসহ দুই মিয়ানমার নাগরিক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

কক্সবাজারের টেকনাফে ১০.৫ কেজি স্বর্ণালংকার, স্বর্ণের বার ও নগদ টাকা সহ দুইজন মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। এসময় ১০ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলো, মিয়ানমার মংডু শহরের সোদা পাড়ার বাসিন্দার হাফিজুর রহমান (২৮), একই এলাকার এবং একই এলাকার মোঃ আনোয়ার (৩০)।

মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ। 

তিনি বলেন, গতকাল ১৬ সেপ্টেম্বর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর আওতাধীন টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিম দিকে টেকনাফ পৌরসভা অলিয়াবাদ এলাকায় মিয়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা স্বর্ণের বড় চালান এবং মাদকদ্রব্য একটি বাড়িতে লুকায়িত রেখেছে। এমস সংবাদে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল দ্রুত অলিয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মিয়ানমারের দুইজন নাগরিককে স্বর্ণের দুইটি ব্যাগসহ আটক করা হয়।

জব্দকৃত ব্যাগের মিলেছে ১০.৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও স্বর্ণের বার, বাংলাদেশি নগদ প্রায় ৫ লক্ষ টাকা, মিয়ানমারের মুদ্রায় আড়াই লক্ষ টাকা এবং ১০টি মোবাইল ফোন। 

এসবি/