ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

ঝোপে মিললো থানার লুট হওয়া পিস্তল-গুলি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫০ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল এবং ৩৭ রাউন্ড গুলিসহ ম্যাগজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁতীপাড়া সিমেন্ট ফ্যাক্টরী এলাকা  থেকে পরিত্যক্ত অবস্থায় এই পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

তিনি জানান, ৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিলেন তখন ওই দিন সন্ধ্যায় সদর থানায় আক্রমণ, ভাঙচুর, আগুন দিয়ে থানার অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের তাঁতীপাড়া সিমেন্ট ফ্যাক্টরীর  মাঠের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় এই পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ  হুমায়ন কবির, ডিআইও-১ কাওসার আলী, ডিএসবি এসআই মোঃ মাহবুবুর রহমান।

উক্ত অস্ত্র-গুলি জব্দ করে জয়পুরহাট সদর থানায় জমা দেওয়া হয়েছে। 

এএইচ