পানির স্রোতে সেতু ভেঙ্গে যোগাযোগ বন্ধ ১০ গ্রামের
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
ঝিনাইদহের শৈলকুপায় পানির স্রোতে ভেঙ্গে গেছে বাইপাস সেতু। এতে বন্ধ রয়েছেঅন্তত ১০ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা।
মঙ্গলবার রাতে উপজেলার তমালতলা বাজারের কালীনদীর উপর নির্মিত লোহার বাইপাস সেতুটি ভেঙ্গে পড়ে।
স্থানীয়রা জানায়, তমালতলা বাজারের কালীনদীতে পুরাতন ব্রীজ ভেঙ্গে স্থানীয়দের চলাচলের জন্য লোহার বাইপাস সেতু নির্মাণ করে দেয় সড়ক বিভাগ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কালীনদীর পানি বৃদ্ধি হওয়ার পর ব্রীজটির একটি অংশ ভেঙ্গে পড়েছে।
এতে বন্ধ রয়েছে তমালতলা, আগুনিয়াপাড়া, কচুয়া, নিশ্চিন্তপুর, বসন্তপুরসহ আশপাশের ১০ গ্রামের মানুষের চলাচল। বন্ধ রয়েছে শৈলকুপা থেকে শেখপাড়া সড়কের সকল যানচলাচলও।
দ্রুত সেতুটি নির্মাণ করে চলাচল স্বাভাবিক করার দাবি স্থানীয়দের।
এএইচ