ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

বিসিবি’র চমক, প্রবাসীদের দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। দেশের বাইরে থাকা প্রবাসীদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করে চমক দিয়েছে বিসিবি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়েছে। 

সাধারণত সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের দল ঘোষণা করে থাকে বিসিবি। তবে এবার চমক দেখিয়েছে তারা। প্রবাসী বাংলাদেশিদের সাহায্যে এক ভিডিওর মাধ্যমে ১৫ সদস্যের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

ভিডিও বার্তায় বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেটের শক্তি, অনুপ্রেরণা এবং সমর্থনের বিশাল উৎস প্রবাসীরা। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিদের মাধ্যমে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর জন্য ঘোষণা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের জন্য তাদের অবদান এবং ত্যাগকে স্মরণ করি।’

ভিডিওর শুরুতে বাংলাদেশ ক্রিকেটের নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন বলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব একটা দেরি নেই। আমাদের মেয়ে ক্রিকেটাররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবারের বিশ্বকাপে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে।’

১৫ সদস্যের বিশ্বকাপ দলে চমক হিসেবে আছেন কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা তাজ নেহার। ২৬ বছর বয়সী এই নারী ক্রিকেটার শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দলে ছিলেন। এ ছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার দিশা বিশ্বাসও আছেন দল। 

বিশ্বকাপে টাইগ্রেসদের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি।  জাহানারা আলম দীর্ঘদিন পর এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে এসেছিলেন। তিনিও জায়গা ধরে রেখেছেন বিশ্বকাপের স্কোয়াডে। 

আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এবারের আসরটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আইসিসি টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়। তবে আয়োজক হিসেবে বাংলাদেশের নামই রয়েছে। 

উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। 

৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। দুবাই ও শারজাহর দুটি স্টেডিয়ামে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ ‘এ’ তে রয়েছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি, দিশা বিশ্বাস। 

এএইচ