ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

বিরতির পর আরও তিন উইকেট, ফের চাপে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার

লাঞ্চ বিরতি থেকে ফিরে ভারতের আরও তিন উইকেট তুলে নিয়েছেন টাইগার বোলাররা। হাসান মাহমুদের তোপ সামলে এগিয়ে যাচ্ছিল ভারত। কিন্তু লাঞ্চের পরে আরও তিন উইকেট হারিয়ে ফের চাপে পড়েছে ভারত।

২৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে গিয়েছিল ভারত। লাঞ্চের পরপরই আঘাত হেনেছেন সেই হাসান মাহমুদ। পান্তর বল ব্যাটে ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। ৩৯ রানে সাজঘরের পথ ধরেন পান্ত।

৯৬ রানে ভারত হারায় ৪ উইকেট।

এরপর নাহিদ রানার ১৪৮ কিলোমিটার গতির বল জয়সোয়ালের ব্যাটের কানা নিয়ে স্লিপে সাদমানের হাতে জমা পড়লে ৫ উইকেট হারায় ভারত। ১১৮ বলে ৫৬ রানে আউট হলেন জয়সোয়াল।

৪৩তম ওভারে তৃতীয় বলে শর্ট লেগে রাহুলকে জাকির হাসানের ক্যাচে পরিণত করেন মেহেদি মিরাজ। ১৬ রান করে যান এই ব্যাটার।

৬ উইকেট হারিয়েছে ৪৫ ওভারে ভারতের সংগ্রহ ১৬৫ রান।

রবিন্দ্র জাদেজা (৫) এবং অশ্বিন (১৭) রানে ব্যাট করছেন। 

ম্যাচের শুরুতেই ভারতের তিনটি উইকেট তুলে নিয়েছে পেসার হাসান মাহমুদ। রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলিকে ফেরান তিনি।

এএইচ