ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বেরোবির প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও ৩ হলের প্রভোস্ট নিয়োগ 

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৩১ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রউপদেষ্টা ও ৩ হলের প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এতে প্রক্টর হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমির শরীফ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা: সিফাত রুমানা, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান দায়িত্ব পেয়েছেন। 

এসবি/