ভোলায় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিজানে ভোলার দৌলথখান উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম নাছিরউদ্দিন নান্নু মিয়া (৬৫) ও তার ছেলে মো:আরিফ (৩৩) কে ২টি আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।
শুক্রবার সকালে ভোলা খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেঃ কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর জানান, এ সন্ত্রাসী দলটি বহুদিন ধরে স্থানীয় সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্ম করে আসছিলো।
স্থানীয় জনসাধারণ সাহায্য চাইলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।পরবর্তীতে সন্ত্রাসী বাহিনীর প্রধান চেয়ারম্যান এ কে এম নাছিরউদ্দিন নান্নু মিয়া ও তার ছেলে মোঃ আরিফ কে আটক করা হয়। এসময় ২টি দেশীয় পাইপগান, ১০টি দেশীয় অস্ত্র এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান।
আটককৃতদের সাথে জব্দকৃত দেশীয় অস্ত্র ও সকল প্রকার আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসবি/