ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। দুটি সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।
হিজবুল্লাহর পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের জেরে গত কয়েকদিন ধরে লেবানন ও ইসরাইলের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এর মধ্যে শুক্রবার (২০ সেপ্টেম্বর) ইসরাইলের উত্তরাঞ্চলে কয়েক ঘণ্টায় শতাধিক রকেট হামলা চালায় হিজবুল্লাহ। জবাবে বিমান হামলা চালায় ইসরাইল।
খবরে বলা হয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলিতে ওই বিমান হামলা চালানো হয়। এতে ইব্রাহিম আকিল নামে হিজবুল্লাহ কমান্ডার নিহত হন।
আরও পড়ুন: কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলে দেড় শতাধিক রকেট হামলা
রয়টার্সের একটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ইউনিটের বেশ কয়েকজন সদস্য সভা করছিল। এ সময় বিমান হামলা হলে কমান্ডার আকিলসহ কয়েকজন সদস্য নিহত হন।
কেআই//