ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

এনায়েতপুরে তারেক রহমানের সমাবেশ বিকালে

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৪৯ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৪ শনিবার

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক গণসমাবেশ হতে যাচ্ছে সিরাজগঞ্জের এনায়েতপুরে। সমাবেশ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতা এবং তাদের দোয়া কামনায় আজ শনিবার দুপুর ২টা থেকে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন তারেক রহমান। সকাল থেকেই এই সমাবেশে দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। 

এ সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক স্বতঃস্ফূর্ততা তৈরি হয়েছে। অনুষ্ঠান সফল করতে পুরো জেলা জুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। 

এনায়েতপুর, চৌহালী ও বেলকুচি থানা বিএনপির উদ্যোগে এ সমাবেশে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভীসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দরা। 
সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। 

সমাবেশের মূল আয়োজক আমিরুল ইসলাম খান আলীম জানান, দীর্ঘদিন পর তারেক রহমানের এ সমাবেশটির ফলে দলীয় নেতা কর্মীদের মাঝে যেমন উৎসাহ-উদ্দীপনা বাড়বে, তেমনি বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ রাষ্ট্র গঠনে ঐক্য তার মেলবন্ধন তৈরি হবে সবার মাঝে। 

সকাল থেকেই এই সমাবেশে দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। 

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আশা করছে, শনিবার দুপুর ২টায় শুরুর আগেই সভাস্থল বিশাল মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। এতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন। 

পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে যেসব উদ্যোগ নেবেন তারও দিকনির্দেশনা দেবেন। 

এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু শিকদার জানান, আমাদের পরম সৌভাগ্য এনায়েতপুরে তারেক রহমান সমাবেশের স্থান করায়। তার এই সমাবেশকে ঘিরে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে আমাদের সবার জোড় দাবি বহু প্রত্যাশিত এনায়েতপুর থানাকে উপজেলায় বাস্তবায়ন, স্থায়ী ভাবে নদী ভাঙ্গন রোধ, তাঁত শিল্প এলাকায় গ্যাস সংযোগ ও তাঁতিদের ভাগ্য উন্নয়নে রং সুতার দাম নিয়ন্ত্রণ করতে তিনি আগামীতে ভূমিকা রাখবেন।

এএইচ