ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৭ ১৪৩১

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ২৮ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৪ রবিবার

ইরানের দক্ষিণাঞ্চলীয় খোরাসান প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৭ জন। স্থানীয় সময় গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় এই বিস্ফোরণ ঘটে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ রবিবার (২২ সেপ্টেম্বর) জানিয়েছে, ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন বলে। কয়লা খনিটিতে বিস্ফোরণের সময় ৬৯ জন কাজ করছিলেন। গ্যাস বিস্ফোরণের কারণে ওই কয়লা খনিতে এখনো ২৪ জন আটকা পড়ে আছে। 

রাষ্ট্রীয় টিভিতে আরও বলা হয়েছে, মদনজু কোম্পানি পরিচালিত ওই কয়লা খনির ব্লক বি এবং সি'তে মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটে। এর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আহত ১৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, আমি মন্ত্রীদের সাথে কথা বলেছি এবং আমরা এই ঘটনার বিষয়ে আমাদের কর্তব্য পালন করতে যথাসাধ্য চেষ্টা করব।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা।

এসএস//