ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৮ ১৪৩১

গানে গানে পিটিয়ে যুবককে হত্যা, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৪ সোমবার | আপডেট: ০৩:৪৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

চট্টগ্রামে এবার এক যুবককে গানে গানে পিটিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ‘মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা’ গান গাইতে গাইতে খুঁটির সঙ্গে বেঁধে রাখা এক যুবককে পিটিয়ে মারছে কয়েকজন ব্যক্তি। 

ঘটনাটি গত ১৪ আগস্টের, তবে সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন।

পাঁচলাইশ থানার ওসি মো: সোলায়মান জানান, নিহত ওই যুবকের নাম মো: শাহাদাত হোসেন। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানাধীন পাঁচবাড়িয়া এলাকার নদনা গ্রামে। 

ঘটনাটি নগরীর বহদ্দারহাট আখতারুজ্জামান ফ্লাইওভারের নীচে ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, নিহত শাহাদাত নগরের বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে থাকতেন এবং ফলমন্ডিতে একটি দোকানে চাকরি করতেন। ১৪ আগস্ট রাতে নগরী প্রবর্তক এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় ১৫ আগস্ট শাহাদাতের চাচা মো. হারুন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন।  

এজাহারে বলা হয়, ১৩ আগস্ট দুপুর দুইটার দিকে বাসা থেকে বের হন শাহাদাত। সন্ধ্যা ৭টার দিকে কর্মস্থলে ফোন করলে কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসবেন বলে স্ত্রী শারমিনকে জানান। কিন্তু গভীর রাত পর্যন্ত স্বামী বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করা হয়। এ সময় শাহাদাতের ফোন বন্ধ পাওয়া যায়। 

১৪ আগস্ট রাতে ফেসবুকে দেখা যায়, প্রবর্তক মোড় বদনা শাহ মিয়া (রহ.) মাজারের বিপরীতে সড়কের পাশে শাহাদাত হোসেনের মরদেহ পড়ে আছে। এদিন রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান আরো জানান, এরমধ্যে তারা কাজ শুরু করেছেন। বেশ কিছু ক্লুও পেয়েছেন। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এএইচ