আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৪ সোমবার | আপডেট: ০৩:৫৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
সংশোধনের মতামত সংগ্রহের জন্য আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গতকাল রোববার (২৩ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মতবিনিময়ে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিনসহ আইন বিশেষজ্ঞরা অংশ নেবেন।
এসএস//