ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

নদীতে গোসলের সময় বজ্রপাত, ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪ বুধবার | আপডেট: ১০:৩৪ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের দেউনিয়া বাজারের পাশে ভূল্লী নদীতে ও বালিয়াডাঙ্গী উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুখানপুকুরি ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৫) ও নজরুল ইসলামের ছেলে মনির (১৪) বৃষ্টির মধ্যে বাড়ির পাশে ভুল্লী নদীতে গোসল করছিলেন। এসময় সেখানে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। 

অপরদিকে, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে আতাউর রহমান (২৪) মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৩ জন ও বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি হয়েছেন আরও ৬ জন। 

আহতরা হলেন, গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের হাফিজুলের ছেলে ফারুক হোসেন (১৮), বরকত আলীর স্ত্রী ফজিলা বেগম (৩৫), ইউসুফ আলীর ছেলে ফরিদ (১৫), বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ৮ বছর বয়সী শিশু রুমান, ১২ বছর বয়সী কিশোর রানা, ১১ বছর বয়সী শিশু সাকিবুল, ফুলতলা গ্রামের ৭ বছর বয়সী শিশু ফয়সাল, উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম।

এ ঘটনায় নিহতদের পরিবার এবং ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ