কর্মমুখর শিল্পাঞ্চল, কাজে ফিরতে পেরে খুশি শ্রমিকরা
সাভার ও গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১১:৪৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
বেশ কয়েকদিন ধরে চলা শ্রমিক বিক্ষোভের পর শিল্পাঞ্চলে কর্মমুখর পরিবেশ বিরাজ করছে। খুলছে দেশের সব পোশাক কারখানা। দাবি মেনে নেয়ায় এবং কাজে ফিরতে পেরে খুশি পোশাক শ্রমিকরা।
বুধবার সকাল থেকে যথাসময়ে শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কারখানাগুলোতে কাজে যোগ দিতে দেখা যায়।
এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রিতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
কারখানাগুলোর উৎপাদনও পুরোদমে শুরু হয়েছে। শিল্প কারখানা এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন।
এর আগে গার্মেন্টস শিল্পে অস্থিরতা নিরসনে মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক ও শ্রমিকপক্ষ বৈঠক করে। বৈঠকে ১৮টি দাবির বিষয়ে একমত হয় শ্রমিক ও মালিকপক্ষ।
পরে সেখানে এক সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতি দেয়া হয়। দাবি মেনে নেয়ায় এবং কাজে ফিরতে পেরে খুশি পোশাক শ্রমিকরা।
শ্রমিকরা জানান, আমাদের যে দাবি ছিল সেটা মেনে নিয়েছে এখন আমরা কাজ করতে চাই। কোনো আন্দোলন করতে চাই না, আন্দোলনে গেলে আমাদের ক্ষতি। গরিব মানুষ আমরা কাজ করে খাই, গার্মেন্টস বন্ধ করে দিলে পরিবার নিয়ে পথে বসতে হবে।
আরেক শ্রমিক বলেন, “কাজে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। আমাদের মালিক দাবিদাওয়া মেনে নিয়েছে। এখন আমাদের কোনো সমস্যা নেই, অনেক ভালো আছি।”
এএইচ