ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১০ ১৪৩১

কুড়িগ্রামে ক্যাসিনো সম্রাট মাইনুল গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪ বুধবার | আপডেট: ১২:৪৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

কুড়িগ্রামে অনলাইন ক্যাসিনো সম্রাট মাইনুল ইসলামকে আটক করেছে যৌথবাহিনী। ক্যাসিনো খেলে অনেক উঠতি বয়সী যুবককে নিঃস্ব করে দেয়ার অভিযোগ তার বিরুদ্ধে।

মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানানো হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে যৌথবাহিনীর একটি টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপকুমার সরকার।

আটক মাইনুল ইসলাম (২৭) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা ধরকারকুটি গ্রামের মাছ বিক্রেতা আমজাদ হোসেনের ছেলে। মাইনুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, মাইনুল ইসলামের বাবা একজন মৎস্যজীবী। গত ৩-৪ বছর আগেও তিনি মাছ বিক্রি করে সংসার চালাতেন। তাদের বাড়ি ভিটে ছাড়া তেমন কোনো সম্পদ নেই। ছেলে ২৭ বছর বয়সী যুবক মাইনুলের বৈধ কোনো আয়ের উৎস নেই। শুধুমাত্র অনলাইন ক্যাসিনো দিয়ে রাতারাতি তিনি কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।

মাইনুলের রয়েছে দামী গাড়ী, কয়েকটি মোটরবাইক, স্ত্রীর নাম ৪০ ভরি স্বর্ণের গহনা, ব্যাংক দৃশমান কোটি টাকা।

স্থানীয়রা আরও বলেন, মাইনুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যাসিনো খেলে অনেক উঠতি বয়সী ও যুবককে নিঃস্ব করে দিয়েছে। সে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের উৎকোচ দিয়ে ক্যাসিনোর ব্যবসা চালু চালায়। 

এ বিষয় নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার জানান, আটক মাইনুলক ১৫১ ধারায় (ধর্তব্য অপরাধ নিবারণ কল্প) গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এএইচ