চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ০৪:২০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার
তুচ্ছ ঘটনা নিয়ে চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষ ইটপাটকেল নিক্ষেপে অন্তত ৫ জন আহত হয়।
পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় কলেজের শিক্ষকরা ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিলে শিক্ষার্থীরা শান্ত হয়।
বৃহস্পতিবার দুপুর সোয়া মাঠে ফুটবল খেলছিল ওমরগনি এমইএস কলেজের একদল শিক্ষার্থী। এক পর্যায়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজেন দশম শ্রেণীর এক শিক্ষার্থীর গায়ে এসে বল পড়ে।
এতে ওই শিক্ষার্থী ক্ষুব্দ হয়ে এমইএস কলেজের শিক্ষার্থীকে চড় মারে। এতে উভয় কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের সূত্রপাত ঘটে।
এমইএস কলেজের বিক্ষুব্দ শিক্ষার্থীরা পাশের ইস্পাহানী কলেজ ফটকে ভাংচুর চালায়। এতে কলেজ দু’টির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনা সদস্যরা ঘটনস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তাদের সাথে উভয় কলেজের শিক্ষকরা যোগ দেয় এবং শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।
পরে আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে উভয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।
এএইচ