ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১২ ১৪৩১

নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারত্ব চাইলেন ইউনূস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৬ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার

বাংলাদেশের নতুন উন্নয়ন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারত্ব কামনা করেছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ব্যবসার পরিবেশ উন্নত করতে নানা সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে, যা বিনিয়োগের জন্য বাংলাদেশকে আরও আকর্ষণীয় করবে।

বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে ড. ইউনূস এ আহ্বান জানান। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) অ্যাম্বাসেডর অতুল কেশাপও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ড. ইউনূস বলেন, "আমি আপনাদের মতামত জানতে ও বিনিয়োগ পরিবেশ উন্নত করার জন্য পরামর্শ চাইতে এসেছি। আমাদের নতুন যাত্রায় আপনাদের অংশীদারত্ব অপরিহার্য।"

তিনি আরও বলেন, বাংলাদেশ কেবল ১৭ কোটি মানুষের বাজার নয়, এটি দ্রুত বিশ্বের শীর্ষ ১০টি ভোক্তা বাজারের একটি হিসেবে আত্মপ্রকাশ করছে। একইসঙ্গে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চীনের ৩০০ কোটি মানুষের বাজার ধরার কৌশলগত সম্ভাবনাও বাংলাদেশের রয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে নিউ ইয়র্ক সফররত ড. ইউনূস বলেন, "প্রতিটি দেশের মতো বাংলাদেশও সমস্যামুক্ত নয়। কিন্তু আমি এক বিকাশমান বাংলাদেশ দেখতে পাই, যে দেশটি স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।"

তিনি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতাদের আরও জানান, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক সহযোগী এবং বাংলাদেশ থেকে রপ্তানির শীর্ষ গন্তব্য। একইসঙ্গে, যুক্তরাষ্ট্র সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রেও শীর্ষ অবস্থানে রয়েছে। তবে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ এখনও অপ্রতুল।

ড. ইউনূসের মতে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রধানত জ্বালানি খাতের মতো ঝুঁকিমুক্ত ক্ষেত্রে সীমাবদ্ধ, তবে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আনার জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। তিনি আশ্বাস দেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহায়তা করতে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে, যাতে তারা তাদের সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আনতে সক্ষম হয়।

এসবি/