ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১২ ১৪৩১

ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধ করতে বিশ্বকে আহ্বান আব্বাসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পশ্চিম তীর ও গাজায় রক্তপাত বন্ধ করতে ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধ করার জন্য বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

কাতিসংঘ থেকে এএফপি জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে আব্বাস বলেন, 'এই অপরাধ বন্ধ করুন। এখনই বন্ধ করুন। শিশু ও নারী হত্যা বন্ধ করুন। গণহত্যা বন্ধ করুন। ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধ করুন। এই উন্মাদনা চলতে পারে না। গাজা ও পশ্চিম তীরে আমাদের জনগণের সাথে যা ঘটছে তার জন্য পুরো বিশ্বই দায়ী।'

সূত্র: বাসস

এসবি/