ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

‘জাল’ কনসার্ট স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার

কনসার্ট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হলো ‘আজকের আয়োজন স্থগিত’! অথচ পাকিস্তান থেকে আলোচিত ‘জাল’ সদস্যরা ঢাকায় হাজির দু’দিন আগেই। ২৬ সেপ্টেম্বর হয়ে গেলো সংবাদ সম্মেলন। দেশের ভাইকিংস আর অর্থহীন ব্যান্ডের সদস্যরাও প্রস্তুত। কনসার্টস্থলের সেটআপ প্রায় চূড়ান্ত ছিলো।

কথা ছিলো, আজ (২৭ সেপ্টেম্বর) বিকালে পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় জমকালো আয়োজনে পর্দা উঠবে ‘লেজেন্ড অব দ্য ডিকেড’ কনসার্টের। যেখানে ১৪ বছর পর ঢাকায় পারফর্ম করবে পাকিস্তানের ব্যান্ড ‘জাল’। সঙ্গে কামব্যাক করবেন দেশের বেজবাবা সুমন ও অর্থহীন। এবং প্রতিষ্ঠার ২৭ বছর উদযাপন করবেন ভাইকিংস সদস্যরা।

তবুও কেন আয়োজকরা তীরে এসে তরিটি ডোবালেন, সেটি বিস্ময়কর। শুক্রবার বেলা সোয়া ১টা নাগাদ আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন-এর পক্ষ থেকে একটি মেইল বার্তায় জানানো হয়, কনসার্টটি আজ অনুষ্ঠিত হচ্ছে না। কারণ হিসেবে বলা হয়েছে, বৃষ্টি!

অনেকেই অনুমান করছেন, হঠাৎ স্থগিত ঘোষণার পেছনে বৃষ্টির বাইরেও অন্য কোনও কারণ থাকতে পারে। সেটা হতে পারে রাজনৈতিক কিংবা আমলাতান্ত্রিক।

বলা দরকার, টানা ১৪ বছর পর বাংলাদেশের কনসার্টে অংশ নিতে এখন ঢাকায় অবস্থান করছেন পাকিস্তানি ব্যান্ড ‘জাল’ সদস্যরা। ব্যান্ডের ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন হবে এই কনসার্টের মাধ্যমে।

এসবি/