গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুর ও সাভার প্রতিনিধি
প্রকাশিত : ১২:১০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার
১৮ দফা বাস্তবায়নের দাবিতে গাজীপুরের মেম্বার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে সিল্কেন সুইং কারখানার শ্রমিকরা। এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে আজও বন্ধ রয়েছে ১৬টি কারখানা।
শনিবার সকাল ৮ থেকে শ্রমিকরা হাজিরা বোনাস, টিফিন বিল, ওভার টাইম , চাকরিচ্যুত না করাসহ ১৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কারখানার সামনে অবস্থান শুরু করে।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলে বুঝিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছে।
এদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলে আজও অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে শ্রমিকেরা। তবে আজও বন্ধ রয়েছে ১৬টি কারখানার উৎপাদন।
শিল্প পুলিশ জানায়, খোলা কারখনাগুলোতে শ্রমিকরা সকাল ৮টা থেকে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও কয়েকটি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে। এ কারণে আজও অনিদিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ১০টি কারখানা এবং ৬টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি।
এছাড়া এখন পর্যন্ত কোথাও কোন শ্রমিক অবরোধ বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ৪ উপদেষ্টার উদ্যোগে শিল্পাঞ্চলের অস্থিরতা নিরসনে শ্রমিক-মালিক ও শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর শ্রমিকদের ১৮ দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এরপর হতেই মূলত শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা দাবি মেনে নেয়ায় খুশি মনে কাজে যোগ দেয়।
এদিকে, নিরাপত্তায় শিল্পাঞ্চলে কাজ করছেন র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা।
এএইচ