ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

রাজবাড়ীতে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০২:১০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি চৌরঙ্গী মোড়ে দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ৭ জনকে বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়াকে শুক্রবার বিকালে বালিয়াকান্দি চৌরঙ্গী মোড়ে হঠাৎ করেই সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে লাঞ্ছিত করে। বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। 

পরে রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি শহরের চৌরঙ্গী মোড়ে দু’গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পরে। 

সংঘর্ষের সংবাদ পেয়ে রাজবাড়ী জেলা শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত আর্মি ক্যাম্প থেকে ক্যাপ্টেন মোঃ এনামুল হাসানের নেতৃত্বে একটি টহল দল ও বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় যৌথবাহিনী এ ঘটনায় জড়িত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আলম চুন্নু (৫৫), উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, রুবেলসহ ৩ জনকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।   

এ বিষয়ে থানায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এএইচ