আশুলিয়ায় এক কারখানায় শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৮টি
সাভার ও গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১১:১৭ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
আশুলিয়া শিল্পাঞ্চলে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন বার্ডস গার্মেন্টের শ্রমিকরা। এছাড়া ১৮টি পোশাক কারখানা বাদে সকল শিল্প প্রতিষ্ঠানে পুরোদমে চলছে উৎপাদন।
আজ সোমবার শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ রয়েছে ১৮টি তৈরি পোশাক কারখানা। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য ১১টি ও আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সাতটি তৈরি পোশাক কারখানা।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার সারোয়ার আলম।
শিল্প পুলিশ জানায়, আশুলিয়ায় ১৮টি তৈরি পোশাক কারখানা বাদে সকল শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন পুরো দমে চলছে। শ্রমিকরা সকালে কাজে যোগ দিয়েছেন।
তবে বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বার্ডস গার্মেন্টের শ্রমিকরা। এখনও শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে।
যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঅঞ্চলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে।
এদিকে, গাজীপুরে তৈরি পোশাক কারখানাসহ সকল শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। সকাল ৮টার মধ্যে নারী-পুরুষ শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেন। এসব শিল্প কারখানাতে উৎপাদন স্বাভাবিক রয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। সেনাবাহিনী ও বিজিবির টহল রয়েছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের টঙ্গী জোনের এএসপি মোশাররফ হোসেন জানান, এই শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন পর্যন্ত সব স্থানে শান্ত ও স্বাভাবিক রয়েছে।
এএইচ