ঢাকা, মঙ্গলবার   ০১ অক্টোবর ২০২৪,   আশ্বিন ১৬ ১৪৩১

ডিবির হাতে গ্রেপ্তার সাবেক সচিব জাহাঙ্গীর আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯ পিএম, ১ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ডামি নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।

এর আগে গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

জাহাঙ্গীর আলম চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে, রাজধানীর গুলশান থেকে আজ ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার থানার মামলায় তাকে আটক করে ডিবি। 

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

এএইচ