ঢাকা, মঙ্গলবার   ০১ অক্টোবর ২০২৪,   আশ্বিন ১৬ ১৪৩১

আরেক হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জ কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা, খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ভুইয়া, তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আবেদন মঞ্জুর করে তাকে গ্রেফতার দেখান এবং পরবর্তীতে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৫ আগস্ট রাতে ঢাকার শান্তিনগরের বাসা থেকে গোলাম দস্তগীরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরপর তাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপগঞ্জে গুলিতে নিহত দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে, ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিহত শফিকুল ইসলাম শফিক ও বাবুল হত্যা মামলায় তিন দিনের দ্বিতীয় দফার রিমান্ড মঞ্জুর করা হয়। সর্বশেষ, ১৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা পারভেজ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

গত ২৯ আগস্ট হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে খিলগাঁও থানাকে নির্দেশ দেন, এবং খিলগাঁও থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে।

এসবি/