ঢাকা, মঙ্গলবার   ০১ অক্টোবর ২০২৪,   আশ্বিন ১৬ ১৪৩১

গার্মেন্টসে অস্থিরতায় উসকানি দিচ্ছে একটি গ্রুপ: শ্রম উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ১ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

দেশের পোশাক কারখানায় অস্থিরতার পেছনে একটি গ্রুপ উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পোশাক শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, নিহতের পরিবারকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে। এছাড়া যারা গুজব ছড়িয়েছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে।

সাভারে একজন নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকেই প্রথম কেউ গুলি ছুঁড়েছিলো বলে উল্লেখ করে শ্রম উপদেষ্টা বলেন, মূলত একটি গুজবের ভিত্তিতে গতকালের ঘটনার সূত্রপাত হয়েছিল। গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদের নামিয়ে আনা হয়েছিল। এরপর সেখানে শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর ও তাদের ওপর হামলার ঘটনা ঘটে। তখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু শ্রমিকদের মধ্য থেকে কোনো একজন অনুপ্রবেশকারী বা এ রকম কেউ গুলি ছুড়েছিল প্রথম। প্রথম গুলিটি শ্রমিকদের ভেতর থেকে দুষ্কৃতকারীরা ছুড়েছিল। সেখান থেকেই গোলাগুলির সূত্রপাত হয়। সেখানে দুঃখজনকভাবে এক শ্রমিক নিহত হন। আরও সাতজন আহত অবস্থায় চিকিৎসাধীন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ১৩ সদস্য আহত হয়ে চিকিৎসাধীন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রম উপদেষ্টা বলেন, গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারও পক্ষ থেকে। ইতিমধ্যে তাদের শনাক্ত করা হয়েছে। তাঁদেরও আইনের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে।

উপদেষ্টা বলেন, সাংবাদিকদের প্রতি আহ্বান থাকবে এ ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে ঘটনার সূত্রপাত কীভাবে হলো এবং কীভাবে এই পর্যায়ে গিয়ে পৌঁছাল, সেটা উপস্থাপন করবেন। তিনি বলেন, আমরা এই পরিস্থিতি কখনোই চাই না। আমরা শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মুখোমুখি দাঁড় করাতে চাই না।

এসএস//