কুয়েত প্রবাসী সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে নাশকতার মামলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২৫ পিএম, ২ অক্টোবর ২০২৪ বুধবার | আপডেট: ১২:২৬ পিএম, ২ অক্টোবর ২০২৪ বুধবার
কিশোরগঞ্জে নাশকতার অভিযোগে কুয়েত প্রবাসী সাবেক যুবলীগ নেতা মো. আনোয়ার হোসেন শিমুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
জানা গেছে, আসামি মো. শিমুল কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের মো. দুলাল মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ৫বছর যাবৎ কুয়েতে অবস্থান করছেন।
মামলার এজহার থেকে জানা যায়, গত ৪ঠা আগস্ট ছাত্র-জনতার মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলা, দেশীয় অস্ত্র, শটগান ও পিস্তলের গুলিতে শিক্ষার্থী ও ছাত্র-জনতাকে আহত করা অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।
আসামি শিমুলের স্ত্রী রিপা আক্তার বলেন, আমার স্বামী দীর্ঘ ৫ বছর ধরে বিদেশে আছেন, তিনি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। আমি মনে করি, আমার স্বামীকে হয়রানির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দীর্ঘ বছর ধরে বিদেশে থাকার কারণে যুবলীগের পদ থেকে আমার স্বামীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর থেকে তিনি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, তদন্ত সাপেক্ষে শুধু প্রকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অযথা কাউকে হয়রানি করা হবে না।
এসএস//