ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

দুর্গাপূজায় চার দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৮ অক্টোবর ২০২৪ মঙ্গলবার | আপডেট: ১২:০৯ পিএম, ৮ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এ বছর চাকরিজীবীরা দুর্গাপূজা উপলক্ষে চারদিন ছুটি ভোগ করতে পারবেন।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, দুর্গাপূজার ছুটি এ বছর একদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবারই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর রোববার পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় এবার যুক্ত হচ্ছে বৃহস্পতিবার।

ফলে দুর্গাপূজায় মোট চারদিন ছুটি পাচ্ছেন দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিজীবীরা।

এএইচ