ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নাফ নদী থেকে ৫ বাংলাদেশি জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ৮ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

নাফ নদীর মিয়ানমার সীমান্তের অংশ থেকে মাছ ধরার ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে আটক করার অভিযোগ উঠেছে আরাকান আর্মির বিরুদ্ধে। সোমবার (৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ নাফনদীর অংশে বঁড়শি নিয়ে মাছ ধরতে গেল এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন স্থানীয় মেম্বার আব্দুস সালাম।

আটক জেলেরা হলেন টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের আব্দুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩), আব্দুর রহিমের ছেলে মো. আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল মিয়া (১৭), মো. রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯) ও চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুস সালাম মেম্বার স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার বিকাল ৪ টার দিকে শাহপরীর দ্বীপ এলাকার ৫ জন জেলে ট্রলার মাধ্যমে বঁড়শিতে মাছ ধরার জন্য নাফ নদীতে যায়। পরে তারা শাহপরীর দ্বীপের অংশের নাফ নদীর শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমার সীমান্তে ঢুকে পড়ে। এ সময় দেশটির বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি  ট্রলারসহ ৫ জেলেকে আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়। 

তিনি আরও বলেন, আটকের একদিন পেরিয়ে গেলেও এখনো আরাকান আর্মি ৫ জেলেকে ছেড়ে দেয়নি।  

এসএস//