ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

দেশে ছেড়ে পালিয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫ এএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর পুলিশের অনেক শীর্ষ কর্মকর্তারা পালিয়ে গেছেন। শেখ হাসিনা সরকারের আমলে সীমাহীন দুর্নীতি ও কোটা আন্দোলনে ছাত্র-জনতাকে রোধ করতে তাদের ভূমিকার কারণে তারা আত্মগোপনে চলে যান। অনেকে দেশত্যাগ করে বিদেশে পাড়ি জমিয়েছেন। সেই তালিকায় এবার যোগ হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান।

সম্প্রতি তিনি পালিয়ে ভারতে চলে গিয়েছেন বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ভারতের গোয়াতে একটি হোটেলে অবস্থান করছেন। তার সঙ্গে যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন সম্রাটকেও দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর প্রথমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই ক্যান্টমেন্টে সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল। 

পরে গত ১৮ আগস্ট আন্তঃবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) থেকে জানানো হয়, গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দলের নেতা, বিচারক, সরকারি আমলা, পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৬২৬ জন ব্যক্তিকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। 

এর মধ্যে ২৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৫১৫ জনই ছিলেন পুলিশের সদস্য। আশ্রয়গ্রহীতাদের অধিকাংশই নিজ উদ্যোগে পরে সেনানিবাস ছেড়ে চলে যায়। এছাড়া বিভিন্ন অভিযোগ বা মামলার ভিত্তিতে আশ্রয় নেওয়া চার জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানও সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন। সেখান থেকে বের হয়ে এসে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান তিনি। হাবিব ছাড়াও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামও ভারতে পালিয়ে গেছেন বলে জানা গেছে। সম্প্রতি দিল্লির একটি সুপার শপ থেকে মনিরুল ইসলাম নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন এমন একটি ছবিও ভাইরাল হয়েছে।

সূত্র জানায়, আওয়ামী লীগ ঘনিষ্ঠ পুলিশের প্রভাবশালী কর্মকর্তাদের প্রায় সবাই ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার লালমনিরহাটের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। গত ১৮ সেপ্টেম্বর বিমানবন্দর ব্যবহার করে সিডনি পালিয়ে গেছেন সাবেক অতিরিক্ত আইজিপি মীর রেজাউর আলম। এছাড়া পুলিশের সবচেয়ে আলোচিত ও সমালোচিত কর্মকর্তা সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদও পালিয়ে আমেরিকায় গিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। ইতোমধ্যে আমেরিকার একটি সেমিনার কক্ষে বসে আছেন এমন একটি ছবিও ভাইরাল হয়েছে।

সূত্র জানায়, সাবেক অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আবদুল বাতেন, সাবেক অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়, খন্দকার লুৎফুল কবির, ডিআইজি আসাদুজ্জামান, সৈয়দ নূরুল ইসলাম, মোজাম্মেল হক, ইমাম হোসেন, জয়দেব কুমার ভদ্র ও অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারও দেশ ছেড়ে পালিয়েছেন বলে গুঞ্জন রয়েছে।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, পুলিশ কর্মকর্তাদের অনেকেই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন। পরবর্তীতে তারা বিশেষ কৌশলে ও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পাসপোর্টে ইমিগ্রেশনের সিলও মেরে নিয়েছেন। এছাড়া পুলিশের বিশেষ শাখার ঊর্ধ্বতন একজন কর্মকর্তাও অনেককে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এসএস//