ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৪ ১৪৩১

ডিএনসিসির সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সব ওয়ার্ডে নিরবচ্ছিন্নভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (৯ অক্টোবর) থেকে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের অধীনে ওয়ার্ডভিত্তিক এ সেবা পরিচালনা শুরু হয়েছে।

কাউন্সিলরদের পদ থেকে অপসারণের পর এই সেবা সুষ্ঠুভাবে চালাতে আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। এর ফলে সব ওয়ার্ডে নিবন্ধন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি।

এর আগে, ওয়ার্ড নম্বর ০১ থেকে ৩৬ পর্যন্ত কাউন্সিলরের কার্যালয় এবং ওয়ার্ড ৩৭ থেকে ৫৪ পর্যন্ত আঞ্চলিক অফিসের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালিত হতো। গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে সব কাউন্সিলরকে তাদের পদ থেকে অপসারণ করা হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করা যাবে এই লিংকে: bdris.gov.bd

এসএস//