ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৪ ১৪৩১

যে কারণে চাকরি গেল ৯৯ জন কর্মচারীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার

ফরিদপুর পৌরসভার মাস্টাররোলে কর্মরত ৯৯ জন কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, কোনো কাজ না করে প্রতি মাসে তারা বেতন নিতেন।

আজ বুধবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর পৌরসভার হিসাবরক্ষক গোবিন্দ চন্দ্র মণ্ডল।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী স্থানীয় সরকারের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম এক সভায় এ সিদ্ধান্ত জানান।

জানা গেছে, মাস্টাররোলে কর্মরত প্রত্যেক কর্মচারীর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় নিজ নিজ কাজের ক্ষেত্রে ওই ৯৯ জনকে অনুপস্থিত দেখা যায়। এ প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয় ফরিদপুর পৌরসভা।

ফরিদপুর পৌরসভা সূত্রে জানা গেছে, ফরিদপুর পৌরসভায় মাস্টাররোলে কর্মরত মোট কর্মচারী রয়েছেন ৮৪৫ জন। ৯৯ জনকে অব্যাহতি দেওয়ার পর বর্তমানে মাস্টাররোলে কর্মরত কর্মচারীর সংখ্যা দাঁড়াল ৭৪৬ জনে। অব্যাহতি দেওয়া মাস্টাররোলে কর্মরত এই কর্মচারীদের মাসিক বেতন ছিল তিন হাজার থেকে ছয় হাজার টাকা।

এসএস//