ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৬ ১৪৩১

হারের পর যা বললেন অধিনায়ক জ্যোতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮ এএম, ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার

জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে ইংল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেমির দৌড় থেকে রীতিমতো ছিটকে গেছে টাইগ্রেসরা। 

ক্যারিবিয়ানদের বিপক্ষে হারের পর হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সুলতানা জ্যোতি। নিজ দলের ব্যাটিংয়ের ধরন দেখে বেশি কষ্ট পেয়েছেন তিনি।

জ্যোতি বলেন, ‌‘আমাদের শুরুটা খুব ভালো ছিল। তবে মাঝের সময়টায় আমরা অনেক বেশি ডট খেলেছি এবং পরে তাদেরকে অনেক উইকেট বিলিয়ে দিয়েছি। মাঝের ওভারগুলোয় তাদের বোলাররা সত্যিই অনেক ভালো বল করেছে এবং আমাদেরকে শট খেলার জায়গা দিচ্ছিল না। সিঙ্গেল নেয়ার অনেক সুযোগও আমরা হাতছাড়া করেছি, যা চাপ তৈরি করেছে আমাদের ওপর।’

ব্যাটিংয়ে উন্নতির তাগিদ দিয়ে জ্যোতি আরও বলেন, ‘শিক্ষণীয় অনেক কিছুই আমরা সামনে বয়ে নিতে পারি। বিশেষ করে, এই ধরনের টুর্নামেন্টে কীভাবে ইতিবাচক থাকতে হয়। আমাদের দলটা এই ধরনের টুর্নামেন্টে খুব বেশি অভিজ্ঞ নয়। তবে জরুরি হলো ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও বেশি মনোযোগ দেওয়া। বোলাররা প্রতিটি ম্যাচেই তাদের কাজ করতে পেরেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব আরও শক্তিশালী হওয়া দরকার।’

১২০ বলের ইনিংসে বাংলাদেশ এ দিন ডট বল খেলেছে ৫৭টি। গোটা ইনিংসে বাংলাদেশ বাউন্ডারি হাঁকায় মোটে নয়টি। প্রথম চার ব্যাটারের পর আর কেউই বল পাঠাতে পারেননি সীমানায়। এমনকি ইনিংসের শেষ ৪৯ বলে একটি বাউন্ডারিও মারতে পারেনি বাংলাদেশ।

সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাটিং করে আট উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। সেই লক্ষ্য ১২.৫ ওভারের মাঝেই তাড়া করে ক্যারিবিয়ানরা। 

আট উইকেটের হারে সেমিফাইনালের স্বপ্ন একরকম ধূলিসাৎ হয়ে যায় জ্যোতিবাহিনীর। 

এএইচ