দুর্গাপূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ০৬:০৫ পিএম, ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজাসহ চারদিনের টানা ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে পর্যটন নগরী কুয়াকাটায়।
বৃহস্পতিবার থেকে টানা চারদিনের ছুটি থাকার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে কুয়াকাটায় এসেছেন নানান বয়সের নানান পেশার মানুষ।
শুক্রবার(১১ অক্টোবর) সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায় নানান বয়সের মানুষ সমুদ্রে গোসল করছেন, কেউ কেউ আবার প্রিয়জনের সাথে বসে আড্ডায় মেতেছেন। পুরো সৈকত এলাকা পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
ঢাকা কচুক্ষেত থেকে ঘুরতে আসা কলেজ শিক্ষক হালিম রনি বলেন ,পরিবারের সবাইকে নিয়ে প্রথমবারের মতো কুয়াকাটায় আসলাম। খুব ভালো লাগছে সমুদ্রে গোসল করে। টানা ৪ দিন ছুটি পাওয়ার কারণে পরিবার নিয়ে বের হতে পারলাম, এখানে ২ দিন থাকবো তারপর আবার ঢাকায় ফিরে যাবো। আসার পথে রাস্তা কিছুটা খারাপ থাকায় সামান্য অসুবিধা হয়েছে তাছাড়া সব ঠিক আছে ।
পর্যটক বাড়ার কারণে ব্যস্ত সময় পার করছে কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। তাদের সাথে কথা বলে জানা গেছে ৫ই আগস্ট দেশের পট পরিবর্তনের পরে পর্যটন শূন্য হয়ে পরে কুয়াকাটা। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে পর্যটকও বাড়তে থাকে। হিন্দু ধর্মের এই বড় অনুষ্ঠানের কারণে ৪ দিন ছুটি থাকায় ইতোমধ্যে প্রথম শ্রেণীর হোটেলগুলো শতভাগ এবং দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলগুলো ৮০ থেকে ৯০ শতাংশ রুম বুকিং হয়েছে।
কুয়াকাটার অভিজাত আবাসিক হোটেল খান প্যালেসের পরিচালক রাসেল খান বলেন, টানা ৪ দিন ছুটি থাকার কারণে পর্যটকদের উপচে পড়া ভিড় হয়েছে কুয়াকাটায়।আমাদের হোটেল সহ প্রথম শ্রেণীর সবগুলো হোটেলে শতভাগ বুকিং রয়েছে।দীর্ঘ অনেক মাস পরে এত বেশি সংখ্যক পর্যটক এসেছেন এখানে। আশা করছি ব্যবসায়ীরা তাদের লোকসান কাটিয়ে উঠতে পারবেন।
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটায় সর্বমোট ২০০টি আবাসিক হোটেল-মোটেল রয়েছে তার মধ্যে ১০-১৩ তারিখের জন্য প্রায় ৭০ শতাংশ কক্ষ অগ্রীম বুকিং হয়ে ছিলো।দেশের অন্যতম এই পর্যটন নগরীতে মাত্র বিশ-ত্রিশ হাজার পর্যটকদের রাত্রিযাপনের জন্য ব্যবস্থা রয়েছে।তবে পর্যটক বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরও প্রতিনিয়ত আসতে শুরু করেছে কুয়াকাটায়।