দুর্গাপূজা নিয়ে উস্কানিমূলক পোস্টের ঘটনায় আরও একজন গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১২ অক্টোবর ২০২৪ শনিবার
রাজবাড়ীতে শারদীয় দুর্গাপূজা নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ার ঘটনায় মোঃ তছির উদ্দিন (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ঝিনাইদহ সদর উপজেলার কৈলেনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে রাজবাড়ীতে নিয়ে আসা হয়। এর আগে পুলিশ একই গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে মোঃ ফরহাদ মিয়া (৩৩)কে গ্রেপ্তার করে।
তছির রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের জরি মিস্ত্রির ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, গত বুধবার সকালে দেখতে পান কেএম ফরহাদ হোসেন ফেসবুক আইডি থেকে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জনশৃঙ্খলা বিনষ্ট ও বিভিন্ন শ্রেণী সম্প্রদায়ের মধ্য ঘৃনা এবং সম্পৃতি বিনষ্টসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত বা উস্কানিমূলক পোস্ট দেয়া হয়েছে। যা কিনা এলাকার জনসাধারণ ও বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে প্রতিক্রিয়া ও বিদ্বেষ সৃষ্টি করে।
এরপর রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম মামলার রহস্য উদঘাটনের কাজে নামে। যার অংশ হিসেবে দীর্ঘ ১৭ ঘন্টার প্রচেষ্টায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে ঝিনাইদহ থেকে মোঃ তছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ তছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদকালে সে জানায়, অনলাইনে ভাইরাল হওয়ার জন্য ১নং আসামির সাথে যোগসাজসে উক্ত ভিডিও ফেসবুকে পোস্ট করে।
এ ঘটনায় গত শুক্রবার থানার এসআই মোঃ শরীফ মফিজুর রহমান বাদী হয়ে ফরহাদ ও তছিরের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব জানান, গ্রেপ্তারকৃত আসামি তছির ১৬৪ ধারায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
এএইচ