আসল মাস্টারমাইন্ড জয় হলে আশ্চর্যের কিছুই থাকবে না: তাজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৭ এএম, ১৩ অক্টোবর ২০২৪ রবিবার
গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। সাবেক সরকারের পতনের দুই মাসের মাথায় এই আন্দোলনের কৃতিত্বের দাবিদার নিয়ে কথা উঠেছে। আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’কে বা কারা সেটি নিয়ে আলোচনা তুঙ্গে।
এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
এক ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছেন, আজকে পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে, ছাত্র-জনতার অভুত্থানের 'মাস্টারমাইন্ড' তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন এই গণঅভ্যুত্থানের 'মাস্টারমাইন্ড' হচ্ছে মাহফুজ।
তিনি লেখেন, কয়েকদিন পর যদি শোনা যায় যে আসল 'মাস্টারমাইন্ড' হচ্ছে সজীব ওয়াজেদ জয় তাহলে আশ্চর্য হবার কিছুই থাকবে না।
স্মরণ করিয়ে সোহেল তাজ বলেন- ‘আমাদের সবার নিশ্চয়ই মনে আছে, বেচারা প্রিন্স চার্লস-এর কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হবার জন্য।’
শনিবার ভোররাতের দিকে করা তাজের পোস্টে শত শত মানুষ কমেন্ট করেছেন।
এএইচ