ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ডের টহল শুরু

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৩ অক্টোবর ২০২৪ রবিবার | আপডেট: ১২:৫৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৪ রবিবার

প্রজনন সময়ে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে টহল অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা।

রোববার সকাল থেকে ভোলার মেঘনা নদীর তুলাতলি পয়েন্টে টহল অভিযান চালায় কোস্টগার্ড।

জানা গেছে, মৎস্যবিভাগ ও পুলিশসহ ৮টি টহল টিম নদীতে রয়েছে। 

তবে প্রথমদিন দুপুর পর্যন্ত কোথাও কোনো আটকের খবর পাওয়া যায়নি।

কোস্টগার্ড জানিয়েছে, জেলেরা যাতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে না পারে সেজন্য তাদের সার্বক্ষণিক টহলে থাকবে।

উল্লেখ্য, আজ ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রি ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে সরকার। 

এএইচ