ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

দুই ঘণ্টার চেষ্টায় বরিশাল মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৩ অক্টোবর ২০২৪ রবিবার

দুই ঘণ্টার চেষ্টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার সকাল ৯টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের নিচ তলায় আগুনের সূত্রপাত। 

খবর পেয়ে দ্রুতই ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে৷ এসময় সেখানে ভর্তি প্রায় ৫০ থেকে ৬০ জন রোগী ও তাদের স্বজনের নিরাপদে অন্যত্র সড়াতে সক্ষম হযন দায়িত্বরত ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় হতাহতের কোন ঘটনা না ঘটলেও আপাতত বিভাগটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে বলে জানা গেছে। 

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক নিজামুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক তারা ছুটে এসেছেন। প্রায় ২ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে বলে জানান তিনি।
 
এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন জানান, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ চলছে।

এএইচ