গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরিতে উস্কানি, আটক ১৬
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৪ রবিবার | আপডেট: ০৪:১২ পিএম, ১৩ অক্টোবর ২০২৪ রবিবার
আশুলিয়ায় শিল্প কারখানায় নাশকতার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরিতে শ্রমিকদের নানারকম উস্কানি দিয়ে আসছিল তারা।
যৌথবাহিনী আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, আটকৃতরা গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরিতে শ্রমিকদের নানারকম উস্কানি দিয়ে আসছিল। পরে শনিবার রাতে ও আজ ভোরের দিকে তাদের আটক করা হয়।
আশুলিয়ার কাঠগড়া এলাকার ছেইম ফ্যাশন ও ফিউচার কারখানায় বিক্ষোভে আটককৃতরা উস্কানি দিয়ে আসছিল। গার্মেন্টস শিল্পে নাশকতায় জড়িত মামলায় আজ রোববার তাদের আদালতে প্রেরণ করা হয়।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোঃ কামাল হোসেন জানান, রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়। এর সাথে জড়িত অন্য কেউ থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এএইচ