ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৮ ১৪৩১

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে ১৬ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২ পিএম, ১৩ অক্টোবর ২০২৪ রবিবার

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শিয়া-সুন্নি সংঘর্ষে তিন নারী ও দুই শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানান।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সুন্নি ও শিয়া মুসলিমরা কয়েক মাস ধরে বিরতিহীন লড়াইয়ে লিপ্ত রয়েছে।

সাবেক আধা-স্বায়ত্তশাসিত কুররাম জেলায় শিয়া ও সুন্নি মাজহাব অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস রয়েছে। এ জেলায় বিগ বছরগুলোতে কয়েক শ’ মানুষের প্রণহানি ঘটেছে।

নাম প্রকাশ না করার শর্তে কুররাম প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা এএফপিকে জানান, শনিবার আধাসামরিক বাহিনীর পাহারায় সুন্নিদের একটি কনভয় পাহরায় ভ্রমণ করার সময় হামলায় শিকার। 

তিনি বলেছেন, এতে তিন নারী ও দুই দুই শিশুসহ ১৪ জন নিহত হয়েছে এবং আরও ছয়জন আহত হয়েছে।

কর্মকর্তা বলেন ফ্রন্টিয়ার পুলিশ এ হামলার জবাবে দুই হামলাকারীকে হত্যা করেছে। এরা শিয়া হিসেবে চিহ্নিত। 

জুলাই ও সেপ্টেম্বরে কয়েকটি সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হয়। জিরগা বা উপজাতীয় কাউন্সিলে উদ্যোগে যুদ্ধবিরতির পর সংঘর্ষ সাময়িকভাবে বন্ধ হয়। কর্মকর্তারা নতুন করে একটি যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার চেষ্টা করছেন।