ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৯ ১৪৩১

যেদিন থেকে চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার

 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ভাঙচুর-হামলায় বন্ধ হয়ে যায় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর সেকশন স্টেশন। পরে তা পরিদর্শনে গিয়ে বিগত আওয়ামী সরকার জানায়, এ দুটি স্টেশন চালু করতে এক বছরের বেশি সময় লাগবে। 

তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে মাত্র দুই মাসেই চালু করে কাজীপাড়া স্টেশন। এরপর অপেক্ষা ছিল মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন নিয়ে। অবশেষে এ স্টেশন নিয়ে সুখবর দিলো মেট্রোরেল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছে, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো। সবকিছুই সন্তোষজনক। চলতি সপ্তাহের মধ্যেই স্টেশনটি চালু করা হবে।

এর আগে গত শনিবার (১২ অক্টোবর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, নিরাপত্তা নিশ্চিতে যে বিষয়গুলো দরকার তা দেখছি। বিষয়গুলো সচিব থেকে উপদেষ্টাকে জানানো হয়েছে। আশা করছি খুব শিগগির চালু করে দিতে পারব। 

এসএস//