ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০২৪,   কার্তিক ১ ১৪৩১

ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে আওয়ামী লীগ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে বর্তমান মার্কিন প্রশাসনের হাত আছে এমন অভিযোগ পুরনো। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর অভিযোগটিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে।

কিন্তু একথা ঠিক বর্তমান মার্কিন প্রশাসন বারবার হাসিনাকে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিচ্ছিল। একারণে হাসিনার সাথে সম্পর্কও খারাপ হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের। 

এমন প্রেক্ষাপটে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তারপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। 

এ অবস্থায় আওয়ামী লীগ মনে করে না যে বাইডেন প্রশাসনকে বোঝাতে পারবে তারা। তাই দলটি এখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করছে। 

ডোনাল্ড ট্রাম্প আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 

আওয়ামী লীগ ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট একটি লবিস্ট ফার্মকে দুই লাখ ডলার দিয়ে চুক্তিবদ্ধ হয়েছে। নেত্র নিউজের প্রতিবেদন অনুযায়ী, হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকরপোরেশনের মাধ্যমে ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে ওই লবিস্ট ফার্মের সাথে চুক্তি করা হয়েছে।

আওয়ামী লীগ মনে করছে, নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে দেশের রাজনীতিতে তারা প্রভাব বিস্তার করতে পারবে।

এএইচ