শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০০ এএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
মুন্সীগঞ্জের গজারিয়ায় ২১ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে রাস্তার দু-পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে মহাসড়কের ভিটিকান্দি এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
বেতন ভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে জেএমআই কোম্পানি লিমিটেড নামের ওষুধ কোম্পানির শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে মহাসড়কের ওই স্থানের ঢাকামুখী ও কুমিল্লামুখী উভয় লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাস্তার দুই পাশে শত শত গাড়ি যানজটে আটকে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা।
শ্রমিকদের দাবি, দু-দিন আগে এক অসুস্থ শ্রমিক ছুটি চেয়েছিল কোম্পানির কাছে। ছুটি না পাওয়ায় চিকিৎসা সেবা না নিতে পেরে ওই শ্রমিকের মৃত্যু হয়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে কারখানায় কর্মরতরা।
শ্রমিকরা বলেন, ‘মানুষ অসুস্থ হতেই পারে। আমরা অসুস্থ হলে শতবার ছুটি চাইলেও কোম্পানি আমাদের ছুটি দিতে চায় না। পরিবারের অসুস্থতায় প্রয়োজনে ছুটি না পাওয়ায় পরিবার আত্মীয় স্বজনদের বিপদে আমরা পাশে দাঁড়াতে পারি না।’
এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি। তাদের দাবি-দাওয়ার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে মিমাংসার আশ্বাস দেওয়ার পরও শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
এএইচ