সাবেক এমপি শওকত-আজাদ-শাহীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
সাবেক তিন সংসদ সদস্যসহ তাদের স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এরমধ্যে সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান ও তার স্ত্রী রওনক রহমান, সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার স্ত্রী রুহল আরা রহিম, সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার এবং তার স্ত্রী ফারহানা জাহান মালা, দুই মেয়ে সামিয়া জাহান অন্তরা ও মাঈসা জাহান অহনা ও ছেলে জাবীর চাকলাদার রয়েছেন।
এদিন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান দুটি আবেদনে সাতজন এবং উপপরিচালক মো. শফি উল্লাহ শাহীন চাকলাদারসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
এসময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও মো. রেজাউর করিম রেজা শুনানি করেন।
শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এএইচ